ভিশন:
প্রাথমিক শিক্ষার পরিমাণগত ও গুণগত মানোন্নয়নের জন্য প্রশিক্ষণের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের দক্ষতা উন্নয়নে ও
দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সহায়তা করা এবং জীবনব্যাপী শিক্ষা গ্রহণে উদবুদ্ধ করা।
মিশন:
- ১ বছর মেয়াদী Certificate-in-Education (C-in-Ed) প্রশিক্ষণ Course-এর পরিবর্তে ১৮ মাস মেয়াদী Diploma in Education (DPEd) শিক্ষণ Course পরিচালনা করা হচ্ছে।
- ১৮ মাস মেয়াদী Diploma in Education Course- এ Credit Hour অন্তর্ভূক্ত করা হয়েছে।
- শিক্ষক-শিক্ষণের এ কোর্সে তাত্ত্বিক বিষয়ের চেয়ে ব্যবহারিক বিষয়ে অধিকতর গুরুত্ব প্রদান করা হয়েছে।
- শিক্ষকগণের ICT দক্ষতা উন্নয়নের জন্য DPEd প্রোগ্রামে ICT বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।
- শিক্ষণোত্তর ফলোআপ কার্যক্রম চালু করা হয়েছে।