ডিপিএডঃ
**মাগুরা পিটিআইতে দেড় বছর মেয়াদী ডিপিএড কোর্স চলমান। কোর্স টি চার টি টার্মে বিভক্ত। প্রথম তিনটি টার্ম পিটিআই তে অনুষ্ঠিত হয়। যার মধ্যে আছে পিটিআই ও সংশ্লিষ্ঠ প্রশিক্ষণ বিদ্যালয় কার্যক্রম।
৪র্থ টার্মটি পিটিআই এর তত্ত্বাবধানে প্রশিক্ষণার্থীদের নিজ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
** কোর্সটিতে অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা স্নাতক ডিগ্রী।
সি-ইন-এডঃ
**এছাড়াও মাগুরা পিটিআইতে এক বছর মেয়াদী সি-ইন-এড কোর্স চলমান। কোর্স টি পিটিআই ও সংশ্লিষ্ঠ প্রশিক্ষণ বিদ্যালয় কার্যক্রম এর মাধ্যমে সম্পন্ন হয়।
** কোর্সটিতে অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা এইচএসসি ডিগ্রী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস